Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভয়মুক্ত দেশ গড়তে চায় জোনায়েদ সাকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘ভয়মুক্ত দেশ গড়ার প্রত্যয়’ নিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার সকালে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে ঢাকা-১২ আসনে কোদাল মার্কা নিয়ে তিনি নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। গণতান্ত্রিক বামজোটের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

গণসংহতি আন্দোলনের তিনজন প্রার্থী জোনায়েদ সাকি (ঢাকা-১২), হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-১০) ও জুলহাস নাইন বাবু (পাবনা-১) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোদাল প্রতীকে নির্বাচন করছেন।

সকালে ইস্কাটন ও বিকাল তিনটায় কাওরান বাজারে গণসংহতি আন্দোলনের গণসংযোগ কর্মসূচি পালিত হয়। জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন বাড়ি, দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করেন।

নির্বাচনি প্রচারণার সময় জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশ আজ আতঙ্কের রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষ আজ কথা বলতে ভয় পায়। ভয়মুক্ত একটা দেশ গড়ে তোলার মাধ্যমে সবাইকে নিয়ে উন্নয়ন ও গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে গণসংহতি আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করছে।’

জোনায়েদ সাকি অভিযোগ করেন, ‘গতকাল সোমবার রাতে আমার নির্বাচনি পোস্টার লাগানোর সময়ে কর্মীদের ওপর রাজধানীর কাওরান বাজার এলাকায় রাতের বেলা সরকারি দল পরিচয়ে সংঘবদ্ধ কিছু যুবক হামলা করে। তাদের হামলায় প্রচারকর্মীরা আহত হন, মই ও পোস্টার কেড়ে নেয় হামলাকারীরা। এই সময় হামলাকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কাউকে এই অঞ্চলে প্রচার কাজ করতে দেবে না বলে হুমকি দেয়।’

সব ভয়-ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীদের নির্বাচনি প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাকি বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকার একতরফা ভাবে মাঠ দখল করে জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাইছে। কিন্তু ৩০ ডিসেম্বর জনগণ তাদের রায় জানিয়ে দেবে।’ তিনি হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. আহমেদ কামাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, শিল্পী অরূপ রাহী, শিল্পী অমল আকাশ, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পুসহ কেন্দ্রীয় নেতারা।

Bootstrap Image Preview