Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল ইবি শিক্ষক সমিতির নির্বাচন

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ বছর বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরম’ এবং বাংলাদেশী জাতিয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’ ও ‘গ্রীণ ফোরম’ পৃথক পৃথক প্যানেল নিয়ে নির্বাচনে লড়বে।

আগামীকাল বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০৬ জন শিক্ষক তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচন উপলক্ষে শেষ সময়ে ক্যাম্পাসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উভয় প্যানেলের শিক্ষক নেতারা। নিজের প্যানেলকে বিজয়ী করতে প্যানেল ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকদের সঙ্গে সাক্ষাত করেছেন নেতৃবৃন্দরা। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্লাব ও লাউঞ্জে নিয়মিত বসছেন তারা।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষক সংঠগন শাপলা ফোরাম থেকে শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া প্রার্থী হয়েছেন। একই প্যানেল থেকে সহ সভাপতি পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. মামুনুর রহমান নির্বাচন করবেন। এছাড়াও সদস্য পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করবেন।

অপরদিকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ ও গ্রীণ ফোরম থেকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেনকে সভাপতি পদে এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের প্রফেসর ড. অলী উল্যাহ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এই প্যানেলের সহ সভাপতি পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবু সিনা, যুগ্ম সম্পাদক পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. ওবায়দুল ইসলাম নির্বচিনে প্রতিদন্দিতা করবেন। এছাড়া সদস্য পদে বিভিন্ন বিভাগের ১০ শিক্ষক নির্বাচনে অংশ নিবেন।

প্রধান নির্বাচন কমিশন প্রফেসর ড. মোহাম্মাদ সোলায়মান বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি আগামী কাল উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview