Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের শর্ট লিস্টে খাশোগি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের শর্ট লিস্টে নিহত সাংবাদিক জামাল খাশোগির নাম উঠে এসেছে। সোমবার ম্যাগাজিনটি এমন তথ্য জানিয়েছে।

গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে নিজের বিয়ের কাগজপত্র আনতে গিয়ে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এ কলামনিস্ট।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের এ সমালোচককে সৃজনশীল ভাষ্যকার হিসেবে আখ্যায়িত করেছে টাইম ম্যাগাজিন।

জামাল খাশোগির পাশাপাশি বিশ্বের ক্ষমতাশালী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও উঠে এসেছে তালিকায়।

আমি শ্বাস নিতে পারছি না-তুরস্কে ইস্তানবুলের সৌদি আরবের কনস্যুলেটে খুন হওয়ার আগে এই ছিল সাংবাদিক জামাল খাশোগির শেষ কথা।

খাশোগি খুনের অডিও রেকর্ডের অনূদিত প্রতিলিপি পাঠ করা একজনের বরাত দিয়ে সিএনএন এ কথা জানায়। খাশোগিকে যে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এ প্রতিলিপি থেকেই তা স্পষ্ট।

এ ছাড়া হত্যাকাণ্ড নিশ্চিত করতে একাধিক ফোনকলের প্রমাণ পাওয়া গেছে এতে। তুরস্কের বিশ্বাস-রিয়াদের উচ্চপর্যায় থেকেই কলগুলো করা হয়েছে।

তুরস্কের কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করতে করাত ব্যবহার করা হয়।

Bootstrap Image Preview