Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ৩,লাখো বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারি তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

নর্থ ও সাউথ ক্যারোলিনা, তেনেসে, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ভয়াবহ তুষারঝড় বয়ে গেছে। কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণাঞ্চলে ক্রমাগত তুষারপাত এবং বরফ পড়ছে। খবর বিবিসির।

বৈরী আবহাওয়ার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে নর্থ ক্যারোলিনায়। সপ্তাহজুড়েই কিছু এলাকায় ১৮ দশমিক ৫ ইঞ্চি তুষারপাত হয়েছে।

গাড়ির ওপর গাছের চাপায় একব্যক্তির মৃত্যু হয়েছে। নদীতে একটি গাড়ি পাওয়া গেছে। কিন্তু এর চালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি হয়তো তুষারঝড়ে মারা গেছেন। তার মরদেহ খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে।

Bootstrap Image Preview