Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ৩, বিদ্যুৎবিহীন ৩ লাখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ব্যাপক তুষারঝড় আঘাত হেনেছে। তুষারঝড়ের তাণ্ডবে ৩ ব্যক্তি নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ওই এলাকার প্রায় ৩ লাখ মানুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় সপ্তাহ জুড়ে ০.৫ মিটার তুষারপাত হয়েছে।

গাড়ির ওপর গাছ ভেঙে পাড়ায় এক ব্যক্তি মারা গেছে। অপর একজন চালকের সন্ধান চলছে যার গাড়ি পাওয়া গেছে  নদীতে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে নর্থ ক্যারোলিনার গর্ভনর রয় কোপার বলেন, ‘এ বছর সর্বচ্চো তুষারপাত হয়েছে।’

রবিবার সকালে নর্থ ক্যারোলাইনার কিন্সটনের একটি নদীতে ১৮ চাকার একটি ট্রাক পাওয়া গেছে। ডুবুরিরা এই ট্রাকের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

একই অঙ্গরাজ্যের শার্লটের কাছে গাছ ভেঙে গাড়ির ওপর আছড়ে পড়ে একজন নিহত হয়েছেন।

ঝড়ের কারণে নর্থ ক্যারোলাইনার শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরসহ ওই এলাকার অন্যান্য বিমানবন্দরে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, জানিয়েছে ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কোপার জানিয়েছেন, জরুরি অবস্থা বজায় থাকবে এবং নর্থ ক্যারোলাইনা ন্যাশনাল গার্ড দুর্যোগ মোকাবিলায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবে।

এই অঙ্গরাজ্যে ঝড়ের প্রভাব কয়েকদিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

সাউথ ক্যারোলাইনায় তুষারপাতের পর শিলাবৃষ্টি হওয়ায় তামপাত্রা শুন্যের কাছাকাছি নেমে গেছে বলে টুইটারে জানিয়েছে ক্যারোলাইনা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ডিভিশন।

গত সপ্তাহের মাঝমাঝি টেক্সাসের উপকূলে ঝড়টির উৎপত্তি হয় এবং এটি পূর্ব দিকে অগ্রসর হয়ে আরকানসাস ও টেনেসির কয়েকটি এলাকার ওপর হিমশীতল বৃষ্টিপাতের কারণ হয়।

Bootstrap Image Preview