Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবিসাস'র নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৭:৫১ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ২০১৯ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোরডটকম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল।

নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোবাশ্বের আহমেদ ( দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক সৌম্য সরকার (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), দফতর সম্পাদক ইসমাইল হোসেন রিফাত (দৈনিক প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক এসএম আল আমিন (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইভান চৌধুরী (দৈনিক মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আদিব হোসাইন (দৈনিক ভোরের কাগজ) এবং জাকির হোসাইন ( দৈনিক যুগের আলো)। 

নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, সহাকরী নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন। 

নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০১৮ বর্ষের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এইচএম নুর আলম এবং সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিকেলে নবনির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা রংপুরের ডিসির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এদিকে বেরোবিসাস'র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন জেলা সমিতি, রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


 

Bootstrap Image Preview