Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ তন্ময়ের সাথে ভোট চাইলেন বাবা শেখ হেলাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


প্রতীক বরাদ্দের পর বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা ও এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক পান তিনি। আর এর পরপরই তাকে নিয়ে সমর্থকরা শহরে আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক নৌকা প্রতীকের প্লাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।

নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের জন্য ভোট চেয়ে সমাবেশ ও গণমিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট- ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি শেখ হেলাল উদ্দিন।

গণমিছিলে প্রার্থী শেখ তন্ময়ের সাথে তার বাবা শেখ হেলাল উদ্দীন ছাড়াও মা শেখ রূপা চৌধুরী, স্ত্রী ইরফা উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেনসহ দলীয় নেতারা অংশ নেন।

শেখ হেলাল উদ্দীন সমাবেশে বলেন, এবারের নির্বাচনে আমরা বাবা ছেলে পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার ছেলে শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।

Bootstrap Image Preview