Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব মানবাধিকার নিশ্চিতে নারী-পুরুষের সমতা প্রয়োজন

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৬:০৩ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৬:০৩ PM

bdmorning Image Preview


বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। দেশের বিভিন্ন স্তরে নারী-পুরুষের যে বৈষম্য রয়েছে তা দূর করতে পারলে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

সোমবার (১০ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব কথা বলেন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ এই ক্যাম্পেইনের আয়োজন করে। 

সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্বরে এই কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী ক্যাম্পেইনে অংশ নেন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মতামত দেন।

তারা জানান, মানবাধিকার রক্ষা ও নিশ্চিতের জন্য প্রয়োজন নারী-পুরুষের সমতা। ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি সরকার যখন এ বিষয়ে উদ্যোগ নেবে তখনই মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। 

ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, আমরা এখনও মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। বিভিন্ন দেশে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদেরকে বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখতে হবে। 

ওয়ার্ল্ড লিংকআপ’র সভাপতি মাসুম বিল্লাহ বলেন, সারাবিশ্বে মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রোহিঙ্গাদের মতো বিশ্বে আরও অনেক সম্প্রদায় রয়েছে যারা তাদের ন্যায্য অধিকার পান না। এজন্য প্রয়োজন মানুষের সচেতনতা বৃদ্ধি।এই কর্মসূচি কিছুটা হলেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ হোসেন, নিশাত খন্দকার, সংগঠনের সদস্য সাজেদুর রহমান, সুমাইয়া রহমান, জান্নাতুল জুথি প্রমুখ।

Bootstrap Image Preview