Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পাকিস্তানকে এক ডলারও দেয়া উচিত না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিশ্বের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মদদ ও আশ্রয় দাতা পাকিস্তানকে আর এক ডলারও দেবে না ওয়াশিংটন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

যদি ইসলামাবাদ নিয়মিত এভাবে সন্ত্রাসবাদী কার্যক্রমে মদদ দিতে থাকে তাহলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদেক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

নিক্কি হ্যালি বলেন, ‘ওয়াশিংটন সেসব দেশকে অর্থ সহায়তা দেবে না যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি চায়। কোন দেশগুলো যুক্তরাষ্ট্রের অংশীদার হবে সে সম্পর্কে একটা কৌশলগত অবস্থান আছে আমাদের। আমি মনে করছি অন্ধভাবে কোনো চিন্তা-ভাবনা ছাড়াই অর্থ সহায়তা দিয়ে আসছি তাদের। কিন্তু এটা আমাদের কৌশলগত অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের পাকিস্তানের কথা বলতে চাই। আমরা তাদেরকে কোটি কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছি। কিন্তু তারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। এমনকি তারা আমাদের সেনাদেরও হত্যা করছে। যা কোনোভাবেই ঠিক নয়। এ ধরনের অবস্থান পরিবর্তন না করলে তাদেরকে আর এক ডলারও দেয়া হবে না। এমন শত শত কোটি টাকা নিশ্চয়ই কোনো অল্প পরিমাণ অর্থ নয়।’

চলতি বছরের নভেম্বরে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সামরিক খাতে দেয়া ৩০০ মিলিয়ন অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রমে আশানুরুপ ফল দেখাতে পারেনি। এমনকি তারা এখনও তাদের দেশে সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে।

Bootstrap Image Preview