Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরব যাচ্ছেন না কাতারি আমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আজ রবিবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলন। এই সম্মেলনে যোগ দিচ্ছেন না কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সৌদি আরবের বাদশাহ সালমান কাতারের আমিরকে আমন্ত্রণ পাঠানো সত্ত্বেও তিনি এ সম্মেলনে অংশ নিচ্ছেন না।

কাতারের এক কর্মকর্তার বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ কথা জানিয়েছে।

জানা গেছে, জিসিসি সম্মেলনে কাতারি আমির অংশ না নিলেও কাতারের প্রতিমন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন। সৌদি বাদশাহ সালমান গত ৪ ডিসেম্বর কাতারের আমির তামিম বিন হামাদ আল থানিকে গালফ সম্মেলনে সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান। 

উল্লেখ্য, জিসিসি হলো তেল সমৃদ্ধ ছয়টি দেশের ব্লক। দেশগুলো হলো-সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, ওমান, বাহরাইন ও কাতার। 

Bootstrap Image Preview