Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। 'আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই' এ স্লোগানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

মানবন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা মো: ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: কেফায়েত উল্ল্যাহ, সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, সদস্য মো: মানিক মিয়া প্রমুখ।

Bootstrap Image Preview