Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কি প্রতিশ্রতি রেখেছেন?'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩১ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


'ধর্ষণ ও যৌন হয়রানি মানবতার বিরুদ্ধে অপরাধ' শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে। এই পক্ষ পালন উপলক্ষে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষন, যৌন নিপীড়নের প্রতিরোধে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সহ- সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম এবং পরিচালক লিগ্যাল এডভোকেসি অ্যাড. মাকছুদা আক্তার লাইলী।  

মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের এডভোকেসি এন্ড লবি পরিচালক জনা গোস্বামী। 

সভাপতি আয়শা খানম বলেন, '১৯৮৫ সালে  প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের নেতৃত্বে বাংলাদেশ মহিলা পরিষদ সমাজের বিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছিল।। আজ আমরা অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি লাভ করেছি , যেখানে নারীর উল্লেখযোগ্য ভুমিকা রয়েছে। আমাদের দেশের নারীরা আজ শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলায়, পিস কিপিংএ দক্ষতার সাথে ভূমিকা পালন করে চলেছে। ঝুঁকিপূর্ণ কাজে নারীরা দক্ষতার সাথে, সততার সাথে, দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করছে। কিন্তু এই উন্নয়নচিত্রের পাশাপাশি নারী নির্যাতনের চিত্র, নারীর প্রতি সহিংসতার চিত্র ভায়াবহ। যানবাহন, কর্মক্ষেত্রে, পরিবারে নারীরা সহিংসতার শিকার হচ্ছে।' 

তিনি নারী আন্দোলনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রাখেন যে তাঁরা তাঁদের নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কি প্রতিশ্রতি রেখেছেন, নারী সমাজ আজ তা জানতে চায়।

তিনি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে  শুন্য সহিষ্ণুতা নীতি গ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের কাছে আহবান জানান । পাশাপাশি  নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজের  সকলকে এগিয়ে  এসে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন , 'ধর্ষণ ও যৌন নিপীড়ন  প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে।'

তিনি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে  শুন্য সহিষ্ণুতা নীতি গ্রহণের  আহ্বান জানান সকলের প্রতি। 

মানব বন্ধনে বক্তারা বলেন,  নারীর প্রতি সহিংসতা শুধু প্রতিরোধ নয়, এ রনের ঘটনা যাতে না ঘটে সে ধরনের ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে এজন্য এগিয়ে আসতে হবে। পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে। 

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, রোকেয়া সম্পাদক নাসরিন মনসুর প্রমূখ।  
 

Bootstrap Image Preview