Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোকেয়া পদক-২০১৮ পেলেন যারা

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম এবং ৮৬তম মৃত্যুবার্ষিকী। নারী উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিবছরের ন্যয় এ বছরও রোকেয়া পদক দেয়া হয়েছে দেশের গুণী নারীদের।

বেগম রোকেয়া পদক-২০১৮ পেয়েছেন জিনাতুন নেসা তালুকদার, অধ্যাপক জহুরা আমিন, শিলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)।

রোকেয়া দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক বিতরণ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বেগম রোকেয়ার দেখানো পথেই দেশের নারীরা আজ এতটা এগিয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

Bootstrap Image Preview