Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের বিপক্ষে সম্ভাব্য একাদশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


৯ ডিসেম্বর দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ দিয়ে আবারো ওয়ানডেতে ফিরছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনই এশিয়া কাপ চলাকালীন সময়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে আজ এই দুই কান্ডারির প্রত্যাবর্তনে একাদশ সাজানোয় মধুর সমস্যায় পড়েছে বিসিবি। 

আজ একাদশ সাজানোর সবচেয়ে কঠিন অংশটি হচ্ছে ওপেনিংয়ে তামিমের সঙ্গে কে থাকবেন। তালিকায় রয়েছেন লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ও ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য। তাই আজ তাকে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে।

ইমরুল জিম্বাবুয়ের বিপক্ষে দুই সেঞ্চুরি ও একটি অর্ধশতকে সাড়ে তিনশোর বেশি রান করেছিলেন। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে লিটনও ছিলেন ফর্মে। তাই এই দুই ব্যাটসম্যানের যেকোনো একজনকে আজ ওয়ানডাউনে দেখা যেতে পারে।

সাকিব আল হাসান ওয়ানডে ফেরায় তিন নম্বরে হয়তো তিনিই খেলবেন।মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন। এই জায়গা গুলো পর্বিবর্তনের সম্ভাবনা নেই।

আট নম্বরে স্পিন অ্যাটাকে অপুর চেয়ে মিরাজ এগিয়ে থাকবেন। যেহেতু সাকিব খেলছেন তাই অপুর সম্ভাবনা কম। গতকাল সংবাদ সম্মেলনে  মাশরাফি একাদশে তিন পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন। সে হিসেবে মাশরাফি ও মস্তাফিজের সঙ্গে একাদশে ফিরতে পারেন রুবেল হোসেন।

সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল,সৌম্য সরকার, ইমরুল কায়েস/লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview