Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ মামলায় টুকুর জামিন বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ১৪ মামলার জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে জামিন চাইতে বলা হয়েছে। টুকুর বিরুদ্ধে ২১২টি মামলা রয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট টুকুকে এসব মামলায় এক বছরের জামিন দিয়েছিলো। ওই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে বলে জানান আইনজীবী সগীর হোসেন লিয়ন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় টুকুর বিরুদ্ধে এসব নাশকতার মামলা করে পুলিশ। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জুন উত্তরার বাসা থেকে টুকুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রাজধানীর বিভিন্ন থানার নাশকতার মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।

Bootstrap Image Preview