Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাডিলেডে নতুন মাইলস্টোনে কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:০০ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:০০ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুত এক হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।চতুর্থ ভারতীয় হিসবে অ্যাডিলেড টেস্টে তৃতীয় দিনে এমন কৃতিত্ব অর্জন করেন কোহলি৷ পাশাপাশি সব মিলিয়ে দ্রুত এক হাজার রানের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া কোহলি দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার পথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এক হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকে যান৷ চার অঙ্কে পৌঁছতে বিরাট খরচ করেন মাত্র ৯টি টেস্ট৷তবে টেন্ডুলকার এক  হাজার রানের মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১২টি টেস্ট।সর্বাধিক রানের তালিকার শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার৷ অস্ট্রেলিয়ায় ২০টি টেস্টে মাস্টার ব্লাস্টারের সংগ্রহ ১৮০৯ রান৷ ভিভিএস লক্ষণ অস্ট্রেলিয়ায় ১৫ টেস্টে ১২৩৬ রান করেছেন৷ রাহুল দ্রাবিড়ের ১৫ টেস্টে সংগ্রহ ১১৪৩ রান৷ অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলিয়ায় কোহলির টেস্ট রান দাঁড়ায় ১০২৯ রান৷

উপমহাদেশের মধ্যে রেকর্ড গড়লেও, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান করার ক্ষেত্রে যৌথভাবে উপরে আছেন কোহলি। ইংল্যান্ডের কেন ব্যারিংটন ১৮ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন। তবে নিজের দশম টেস্টে। কোহলি এমন মাইলফলক স্পর্শ করেছেন নিজের নবম টেস্টে।

অস্ট্রেলিয়ায় সর্বাধিক টেস্ট রান করা পাঁচ ভারতীয়:
সচিন তেন্ডুলকর: ২০ টেস্টে ১৮০৯ রান
ভিভিএস লক্ষণ: ১৫ টেস্টে ১২৩৬ রান
রাহুল দ্রাবিড়: ১৫ টেস্টে ১১৪৩ রান
বিরাট কোহলি: ৯ টেস্টে ১০২৯ রান
বীরেন্দ্র শেওয়াগ: ১০ টেস্টে ৯৪৮ রান (+৮৩ রান আইসিসি বিশ্বএকাদশের হয়ে)

Bootstrap Image Preview