Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফেরত না পেলেও আফসোস নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ।

শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকী এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। জনগণ ভোট দিতে চায়। জনগণ যাতে ভালোভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমার আপিল গ্রহণ হলেও ধন্যবাদ। আপিল যদি না মঞ্জুর হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেজন্যও ধন্যবাদ।

এর আগে গত ২ ডিসেম্বর খেলাপি ঋণ থাকার কারণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

জাতীয় ঐক্যফন্টের প্রার্থী কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Bootstrap Image Preview