Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার কোনদিনই মাইন্ডসেট থাকে নাঃ মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৫০ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। গত বছর শ্রীলংকার মাটিতে হুট করেই  টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে ছিলেন মাশরাফি।এখন তিনি একটি ফর্মেটেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলে থাকেন সেটি হলো ওয়ানডে। কিন্তু সেটিও হয়তো আর বেশি দিন খেলবেন না। গুজন উঠেছে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিবেন ম্যাশ।

যদি তাই হয় তাহলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাশের এইটিই হবে শেষ ওয়ানডে সিরিজ। কারণ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের আর কোন সিরিজ নেই। যে দুইটা সিরিজ আছে একটি নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

ঘরের মাঠে মাশরাফি শেষ সিরিজ খেলতে চলেছেন চারিদিকে যখন এমন বাতাস বইছে তখন উত্তরটা ম্যাশ নিজেই দিলেন,বলা কঠিন, আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না।'  

অবসর নেওয়ার ব্যাপারে কোন মাইন্ডসেট নেই সেটাও জানিয়ে দিয়ে তিনি বলেন,আমার কোনদিনই মাইন্ডসেট থাকে না। মাইন্ড সেট করে কিছু করি না। দেখা যাক সামনে কি হয়।'

মাশরাফি জাতীয় দলের হয়ে যতো দিন পারে খেলা চালিয়ে যাক। সেটা স্বয়ং বোর্ড প্রেসিডেন্টও চান। চান ম্যাশ ভক্তরাও
কিন্তু মাশরাফি কি চান সেটা বলা মুশকিল। কোন আগাম বার্তা না দিয়েই কাজ করতে ভালোবাসেন এই টাইগার ক্যাপ্টেন। সেটার প্রমাণ টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সময় দিয়েছেন। এখন দেখার বিষয় কতদিন জাতীয় দলের হয়ে বল হাতে দৌড়ান তিনি।

Bootstrap Image Preview