Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাবল- সেঞ্চুরির অপেক্ষায় মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ PM

bdmorning Image Preview



মাশরাফি বিন মর্তুজা টাইগার দলের সব থেকে সাফল্য ক্যাপ্টেন। ২০০১ সালে ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে এই ক্যাপ্টেনের এক দিনের ম্যাচে অভিষেক হয়। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৮টি বছর পার করে ফেলেছেন তিনি। দেড় যুগের এই পথ মাশরাফির জন্য মোটেও সহজ ছিলো না। প্রতিনিয়ত তাকে লড়াই করতে হয়ে ইনজুরির সাথে কিন্তু তাঁর পরেও দমে যাননি এই ডান হাতি পেসার। ইনজুরিকে জয় করে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেট। 

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খলতে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ হবে ক্যাপ্টেন মাশরাফির ২০০ তম ম্যাচ। দেশের তিনিই প্রথম ২০০টি ওয়ানডে ম্যাচ খেলবেন যা এর আগে কোন টাইগার ক্রিকেটার খেলেননি।

২০০তম ম্যাচ খেলতে চলেছেন কিন্তু  ম্যাশ নিজেই জানেন না। আজ মিরপুর স্টেডিয়ামে মাশরাফির কাছে ২০০তম ম্যাচ খেলার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হয়। 

জবাবে ম্যাশ বলেন,ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এই গুলো আমাকে টাচ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো।এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু  কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে এটাই।

মাশরাফি এখনো পর্যন্ত ১৯৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৭৯৭৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ২৫২টি। আর এই ১৯৯ ম্যাচ খেলতে গিয়ে বল করেছেন ৯৯২৮টি।

Bootstrap Image Preview