Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের সন্ত্রাসী হামলার নেপথ্যে তিন অপশক্তি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ ইরানের ক্ষতি করার জন্য সন্ত্রাসবাদকে সহায়তা দিয়ে আসছে। তারা ইরান বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী থেকে শুরু থেকে দায়েশ সন্ত্রাসীদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা যুগিয়ে আসছে। সম্প্রতি তাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা ইরানের চবাহার বন্দর এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়েছে।

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের চবাহার বন্দর এলাকায় একটি পুলিশ ঘাঁটিতে গাড়ি বোমা হামলার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসী গাড়ি বোমা নিয়ে ঘাঁটির মধ্যে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাধার সম্মুখীন হয়। এরপরই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত দুইজন শহীদ এবং নারী ও শিশুসহ ৪০জন আহত হয়। গাড়ি বিস্ফোরণের পর হামলাকারী নিজেও নিহত হয়েছে। এ হামলার ঘটনা থেকে বোঝা যায়, শত্রুরা ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে।

ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশের সমর্থন এখন গোপন কোনো বিষয় নয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন। এমনকি তিনি ইরানের ইসলামি শাসন ব্যবস্থাকে উৎখাত করারও হুমকি দেন। ইরানে এসব সন্ত্রাসী হামলাকে ধর্মীয় ও গোত্রীয় সংঘাত বলে তুলে ধরা শত্রুদের একটি প্রধান লক্ষ্য এবং এ ক্ষেত্রে আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল একযোগে কাজ করছে।

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলায় আমেরিকার হাত থাকার ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক সাইয়্যেদ হাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ ট্রাম্প বহুবার বলেছেন, যেকোনো উপায়ে ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাত করা হবে। এ ক্ষেত্রে সন্ত্রাসীরা হচ্ছে ট্রাম্পের অন্যতম একটি হাতিয়ার। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছিলেন।

Bootstrap Image Preview