Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোসাদ্দেকের বীরত্বে বাংলাদেশের বড় জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


শুক্রবার এসিসি ইমার্জিং কাপে হংকং অনূর্ধ্ব-২৩ দলেকে ২৮ রানে হারোলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এদিন দলের হয়ে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক হোসের সৈকত।এর আগে প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল তারা।

করাচির সাউথল্যান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে  টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ।জবাবে ৭ উইকেটে ২৫৭ রানে থামে হংকং অনূর্ধ্ব-২৩ দল।

হংকংয়ের বিপক্ষে দলীয় ৯ রানে ওপেনার মিজানুরের উইকেট হারায় বাংলাদেশ।তবে দ্বিতীয় উইকেটে ৮০ রানে জুটি গড়েন শান্ত ও জাকির হোসেন। এই দুই ব্যাটসম্যানের মধ্যে শান্ত দলীয় ৮৯ রানে ব্যাক্তিগত ৩৬ রান করে প্যাভিলনে ফিরে যান। আর জাকির করেন ৪৯ রান। 

বাংলাদেশ দলের ব্যাটিং বাকিটা পথ পাড় করান ইয়াসির আলী, আফিফ হোসেনে ও সৈকত হোসেন। মাত্র ৮৬ বল খেলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১০০ রান করে আউট হন মোসাদ্দেক। এছাড়া ইয়াসির ৪৫ আফিফ ২০ ও অধিনায়ক নুরুল হাসান সোহানের ১৭ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর েগড়ে বাংলাদেশ। 

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় ভালো অবস্থানে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। নিজাকাত খানের ৯২ আর বাবর হায়াতের ৯১ রানের পরও তাই ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৭ রানের বেশি তুলতে পারেনি দলটি। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে উইকেট নেন মোসাদ্দেক। এছাড়া  খালেদ আহমেদ ২টি এবং শরীফুল ইসলাম আর নাঈম হাসান নিয়েছেন একটি করে উইকেট।

Bootstrap Image Preview