Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তি আলোচনার টেবিলে বসেই একদিনে ২৮ বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরব অন্তত ২৮ বার বিমান হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেন ইস্যুতে সংঘাত অবসানের জন্য শান্তি আলোচনা করছে তখন সৌদি আরব দৃশ্যত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

ইয়েমেনের এক জেনারেল টেলিভিশন চ্যানেলে বলেছেন, সৌদি আরব ও তাদের ভাড়াটে সেনাদের হামলা অব্যাহত রাখার ঘটনায় এটাই প্রমাণ করে যে, আগ্রাসীরা ইয়েমেন দ্বন্দ্বের অবসান চায় না।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, গতকালের বিমান হামলায় তিন নারী নিহত ও বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলার জবাবে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

Bootstrap Image Preview