Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উ. কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র আমেরিকা পর্যন্ত পৌঁছাবে!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়াভিত্তিক মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে। সম্ভবত উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারবে।

মিডলবারি ইনস্টিটিউট বলছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে উত্তর কোরিয়ার ইয়ংজিয়ো-ডং ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত তৎপরতা লক্ষ্য করা গেছে। সংস্থাটির এক রিপোর্টে বলা হয়েছে- চীন সীমান্তে কাছে পাহাড়ি এলাকায় উত্তর কোরিয়া ওই স্থাপনা তৈরি করছে এবং এর কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে সেটা আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মিডলবারি ইনস্টিটিউট আরো বলছে, সাটেলাইট ইমেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে, ওই ঘাঁটি সক্রিয় রয়েছে এবং গত বছর উত্তর কোরিয়া ঘাঁটির কাছে আরো একটি স্থাপনা তৈরি করেছে যাকে অন্য একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি বলে মনে করা হচ্ছে। মিডলবারি ইনস্টিটিউটের গবেষক জেফরি লুইস ও ডেভিড শ্যামারলার বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইয়ংজিয়ো-ডং এবং পাশের ঘাঁটিটি আমেরিকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে শক্তিশালী ঘাঁটি হয়ে উঠবে।

Bootstrap Image Preview