Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের আমরা মনোনয়ন দেওয়া সমাপ্ত করেছি, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে তাদের চিঠি দেয়া হয়েছে। ১৭টি আসনে ডাবল প্রার্থী ছিল, আমরা সিঙ্গেল করে নিয়ে এসেছি। বেশিরভাগ চিঠিই দিয়ে দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিকল্পধারাকে ৩টি আসন দেওয়া হয়েছে। শরিকদের যারা আছেন তারা যদি আরও আসনে প্রতিদ্বন্দ্বীতা করতে চান নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটা আসন দিলাম। সবারই আকাঙ্ক্ষা বেশি পাওয়ার, তবে আমরা এর বেশি দিতে পারছি না। আশা করি প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন হবে।

তিনি বলেছেন, আমরা বিজয়ের পথে। আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের বিজয় হবে। জোটের শরিকদের সঙ্গে আমাদের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন হয়েছে। শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হবে। আরও দু’দিন বাকি আছে এর মধ্যে আরও কিছু পরিবর্তন হতে পারে। সে কারণে চূড়ান্ত ফিগার এখনও বলা যাচ্ছে না।

ওবায়দুল কাদের বলেন, ওয়ার্কার্স পার্টি ৫টি, জাসদ ইনু ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ অাম্বিয়া ১টি, যুক্তফ্রন্ট ৩টি ও জেপি মঞ্জু ২টি অাসন দেয়া হয়েছে। অার জাতীয় পার্টি এরশাদকে ৪০ থেকে ৪২টি অাসন দেয়া হবে।

আওয়ামীলীগ কার্যালয়ে থেকে বেরিয়ে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, আমরা নৌকা মার্কায় ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবো। এছাড়া আমাদের জাসদের দলীয় প্রতীকে ৩৯ জন প্রার্থী দেওয়া হয়েছে। তবে বিকল্পধারা মহাসচিব কার্যালয় থেকে বেরিয়ে কোনও কথা বলেন নি।

Bootstrap Image Preview