Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক, স্বামীর বিরুদ্ধে মামলা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সিঁথি এলাকায় নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বেসরকারি ব্যাংকে কর্মতর তারই স্বামীর বিরুদ্ধে। একইসঙ্গে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক নেওয়া এবং শারিরীক ও মানসিক নির্যাতন করারও অভিযোগ তুলেছেন ওই নারী।

নির্যাতনের শিকার নারীর অভিযোগ, গর্ভাবস্থায় থাকাকালীন তার স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন।  এতে তিনি শারীরিকভাবে নিগ্রহের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

ঐ নারী আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী ছলনা করছেন। কয়েকদিন ধরে তাকে এড়িয়ে যাওয়ারও চেষ্টা করতে থাকে তার শ্বশুর বাড়ির লোকেরা। এরপর এক পর্যায়ে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তার জেরেই তিনি বাধ্য হয়ে আদালতের শরনাপন্ন হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় এখনও পুলিশ সঠিক ভাবে কিছু না বলতে পারলেও তদন্ত চলছে।যদিও নারী অধিকার রক্ষা বিষয়ক এক সংস্থার তরফে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যেন অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে চার্জশিট গঠন করে।

প্রথমবারের মতো পারিবারিক নির্যাতনের এমন চাঞ্চল্যকর ঘটনায় উঠে আসলো, যেখানে স্ত্রীর তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview