Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী অাওয়ামী লীগে যোগদান

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জে ভৈরবে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী অাওয়ামী লীগে যোগদান করেছে। এসময় যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ভৈরব-কুলিয়ারচর অাসনের অাওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায়  প্রয়াত রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের নিজ বাসভবন অাইভি ভবনে এক অনুষ্টানে বিএনপির নেতাকর্মীরা যোগদান করেন।

বিএনপি থেকে অাওয়ামী লীগে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন পৌর শহরের ৯নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফেরদৌস মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি অাব্দুর রশিদ মিয়া, বিএনপির নেতা অাকবর মিয়া কন্টাক্টর, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক অাহবায়ক দুলাল মিয়া, ৯নং ছাত্রদলের সাবেক সভাপতি অাব্দুর রউফ রাজীব,  সাবেক প্রচার সম্পাদক মুজিবুর রহমান , বিএনপির নেতা মো.তালেব, অালমগীর মিয়া, ছগীর মিয়া, হাজী জহির মিয়া,  ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অাবু বক্কর, ভৈরবপুর ৮নং ওয়ার্ড বিএনপির নেতা বেদন মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা খাদেম, মোবারক সহ প্রায় দুই শতাধিক বিএনপির নেতাকর্মী অাওয়ামী লীগে যোগদান করেন।

যোগদানকৃত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, অামরা বিএনপির রাজনীতি করতাম। কিন্তু অাওয়ামী লীগের রাজনীতির অাদর্শ অামাদেরকে আকৃষ্ট করেছে। অাওয়ামী লীগের শাসনামল চলাকালে ভৈরবের কোন মানুষের ব্যক্তিগত কোন ক্ষতি হোক এমন কাজ করে নাই। কিন্তু বিএনপির অামলে এমন সুন্দর পরিবেশ দেখা যেত না তারা মানুষের ক্ষতি করত। তাই নাজমুল হাসান পাপনের ডাকে অামরা শেখ হাসিনার নৌকাকে জয়ী করতে অামরা অাওয়ামী লীগে এসেছি। তারা অারো বলেন, নির্বাচনে চন্ডিবের এলাকা থেকে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবেন বলে অঙ্গীকার করেন।

এসময় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অালহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র এডভোকেট ফখরুল অালম অাক্কাছ, ভৈরব চেম্বার অব কমার্স সাবেক সভাপতি হুমায়ন কবীর, উপজেলা অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর অাওয়ামী লীগ সভাপতি  এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক অাতিক অাহমেদ সৌরভ প্রমূখ। 

Bootstrap Image Preview