Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ AM

bdmorning Image Preview


মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, মুক্তিযুদ্ধোর সাপেক্ষে দেশকে এগিয়ে নিতে নৌকা মার্কায় ভোট চাই। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযুদ্ধোর সাপেক্ষে যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার মার্কা নৌকায় পুনরায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে।

ডেপুটি স্পিকার গতকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ) রাতে উল্লাবাজার বণিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় ডেপুটি স্পিকার আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গত ১০ বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। দেশের স্বধীনতার জন্য যার প্রতি বাঙ্গালী চিরকৃতজ্ঞ তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরো এগিয়ে নেয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই মুক্তিযুদ্ধোর সাপেক্ষে দেশকে এগিয়ে নিতে আগামী ৩০শে ডিসেম্বরের নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

ভরতখালী আওয়ামী লীগের সভাপতি জাফরুল আলম জুয়েল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ভরতখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি সহিদুল ইসলাম বিপ্লব, ভরতখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সুজা প্রমুখ।

উল্লেখ্য মতবিনিময় সভা চলাকালিন উল্লাবাজার বণিক সমিতির ব্যবসায়ীদের নানান সুবিধা ও আসুবিধার কথা শুনেন এবং সভাস্থলে তা সমাধানে আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
 

Bootstrap Image Preview