Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূজারার একক লড়াইয়ে টিকে থাকল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ব্যাটিংয়ের বিপর্যয় প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত।তাদের হয়ে একা বুক চিতিয়ে লড়াই করেছেন চেতেশ্বর পূজারা। তার সেঞ্চুরিতেই মূলত প্রথম দিনে ব্যাটিং ধরে রাখল ভারত।  প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫০।

ভারতীয় দলের ব্যাটিংয়ে গোড়াপত্তন করতে আসা দুই ওপেনারই ব্যর্থ হন৷ লোকেশ রাহুল ২ রান করে হ্যাজেলউডের বলে স্লিপে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন৷ অপর ওপেনার মুরলি বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাড প্যাচ কাটিয়ে উঠতে ব্যর্থ৷ কাউন্টি ক্রিকেট রান করে টেস্ট দলে ফিরলেও অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে বিজয় আউট হন ১১ রান করে৷ স্টার্কের বলে উইকেটকিপাক টিম পেইনের দস্তানায় ধরা পড়েন তিনি৷

বিরাট কোহলি প্যাট কামিন্সের আউট স্যুইংয়ে ব্যাটেন কানা ছুঁইয়ে বসলে শরীর শূন্যে ছুঁড়ে এক হাতে ক্যাচ ধরেন উসমান খোওয়াজা৷ সাজঘরে ফেরার আগে মাত্র ৩ রান করেন ভারত অধিনায়ক৷

অজিঙ্কা রাহানে সেট হওয়ার লক্ষণ দেখালেও অসতর্কতার মাশুল দেন৷ হ্যাজেলউডের এফ স্ট্যাম্পের বাইরের বলে অযথা ব্যাট বাড়িয়ে স্লিপে হ্যান্ডসকম্বের হাকে ধরা পড়ে যেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন৷মাত্র ৪১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত৷

এরপর পূজারার সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত শর্মা। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে ৩৭ রানে লিঁওর বলে উইকেট দিয়ে আসেন তিনি। এরপর ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলার চেষ্টা ঋষভ পান্থ। কিন্তু ২৫ রানে থামতে হল তাঁকেও। অশ্বিন ধৈর্যের পরিচয় দিয়ে ৭৬ বলে ২৫ রান করলেন।

অন্যদের যাওয়ার আসার মিছিলে একা লড়াই করতে থাকা পূজার পেস বোলার মোহাম্মদ সামিকে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন।৮৪তম ওভারে টেস্টে ক্যারিয়ারে  ১৬ তম শতরান সম্পূর্ণ করেন তিনি।তার ইনিংসে ছিল ৭ টি চার ও দু'টি ছয়। ৮৮ তম ওভারে সিঙ্গলস নিতে গিয়ে ২৪৬ বলে ১২৩ রান করে রান আউট হন পূজারা। 

পূজারা আউট হতেই অবশ্য দিনের খেলা শেষ হয়ে যায়। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫০। স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁও চার অজি বোলার প্রত্যেকেই ২টি করে উইকেট নিলেন।     

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন ও জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

ভারতের প্রথম একাদশ: মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷

Bootstrap Image Preview