Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচে অপু-মাশরাফির বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


মূল সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে নেমেছে বিসিবি একাদশ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত। সকাল ৯টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিয়েরন পাওয়েল ও মাই হোপের ওপেনিং জুটিতে শতরান তোলে তারা। দলীয় ১০১ রানের মাথায় এই জুটিতে প্রতিরোধ  গড়েন অপু। ৪৩ রান করা পাওয়েলকে ফিরিয়ে দেন তিনি। 

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন হোপ ও ডোয়েন ব্রাভো। দলীয ১৫৯ রানে  ৭৮ রান করা হোপকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন অপু। এরপর মাত্র ১৭ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এসময় একটি করে উইকেট ভাগ করে নেন মাশরাফি, মেহেদি হাসান রানা ও শামীম পাটোয়ারি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৩২ ওভারে ৫ উইকেট হারিযে ১৭৬ রান তুলেছে। ক্রিজে ব্যাটিংয়ে আছেন হেটমায়র (৯) ও রষ্টন চেজ (০)

বিসিবি একাদশ: মাশরাফি(অধি) তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, কিয়েরন পাওয়েল, ফেবিয়েন অ্যালেন, ক্রেমার রোচ, সুনিল আমব্রিস, ওশান থমাস।

Bootstrap Image Preview