Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে লাঞ্চে গেল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ AM

bdmorning Image Preview


বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় টেস্ট দলে ফিরেছেন রোহিত শর্মা।কিন্তু মিচেল স্টার্ক-জোস হ্যাজেলউড-প্যাট কামিন্সের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ভারত ৪ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা।

ভারতীয় দলের ব্যাটিংয়ে গোড়াপত্তন করতে আসা দুই ওপেনারই ব্যর্থ হন৷ লোকেশ রাহুল ২ রান করে হ্যাজেলউডের বলে স্লিপে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন৷ অপর ওপেনার মুরলি বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাড প্যাচ কাটিয়ে উঠতে ব্যর্থ৷ কাউন্টি ক্রিকেট রান করে টেস্ট দলে ফিরলেও অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে বিজয় আউট হন ১১ রান করে৷ স্টার্কের বলে উইকেটকিপাক টিম পেইনের দস্তানায় ধরা পড়েন তিনি৷

বিরাট কোহলি প্যাট কামিন্সের আউট স্যুইংয়ে ব্যাটেন কানা ছুঁইয়ে বসলে শরীর শূন্যে ছুঁড়ে এক হাতে ক্যাচ ধরেন উসমান খোওয়াজা৷ সাজঘরে ফেরার আগে মাত্র ৩ রান করেন ভারত অধিনায়ক৷

অজিঙ্কা রাহানে সেট হওয়ার লক্ষণ দেখালেও অসতর্কতার মাশুল দেন৷ হ্যাজেলউডের এফ স্ট্যাম্পের বাইরের বলে অযথা ব্যাট বাড়িয়ে স্লিপে হ্যান্ডসকম্বের হাকে ধরা পড়ে যেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন৷মাত্র ৪১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত৷

রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে লাঞ্চের আগের বাকি সময়টুকু নিরাপদে কাটিয়ে দেন চেতেশ্বর পূজারা৷ আপাতত পূজারা ৬২ বলে ১১ রান করে লড়াই চালাচ্ছেন৷ ২৩ বলে ১৫ রানের সাবলীল ইনিংস খেলেন রোহিত৷ 

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথন লায়ন ও জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

ভারতের প্রথম একাদশ: মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷

Bootstrap Image Preview