Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া দলে ৬ বছর বয়সী আর্চার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


মাত্র ছয় বছর বয়েসেই অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেলেন আর্চি শিলার নামের খুদে ক্রিকেটার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এর মধ্যেই নিজের নামের জার্সি গায়ে চেপে অ্যাডিলেডে টেস্টের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। 

ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে অজি দলের ড্রেসিং রুমেও সময় কাটাচ্ছেন শিলার। খুদে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের একজন একনিষ্ট ভক্ত।ওয়ার্নের মতো আর্চারও লেগ স্পিন বল করে থাকেন।পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া যখন লড়ছিল ঠিক তখনই টেস্টের এ নতুন সদস্যকে দলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে অস্ট্রেলিয়া বোর্ড।

 আর্চার অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চের মতো ব্যাটম্যানদের নেটে বল করছেন।আর্চি বলেন, আমি হ্যারিস-ফিঞ্চকে বল করেছি। তাদের দলে একজন লেগ স্পিনার প্রয়োজন।

ক্রিকেট পাগল ৬ বছর বয়সী শিলার মূলত হৃদরোগে আক্রান্ত। তিন মাস বয়সে প্রথমবারের মতো ছুরি-কাচির নিচে যাওয়ার পর থেকে ছোট্ট এ জীবনে এখনো পর্যন্ত তাকে মোট ১৩বার যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে। তাই আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা হয়তো কখনোই সম্ভব হবে না আর্চারের জীবনে।

মূলত, কঠিন রোগে আক্রান্ত বাচ্চাদের নিয়ে অলাভজন প্রতিষ্ঠানের ইচ্ছাপূরণের লক্ষ্যে কাজ করা একটি ক্যাম্পেইনের অংশ হিসেবেই শিলারকে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামীকাল থেকে এডিলেডে চার ম্যার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তবে ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট স্কোয়াডে দেখা যাবে আর্চারকে। যা বিশ্বজুড়ে বক্সিং ডে টেস্ট নামে পরিচিত।

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।দলে অল-রাউন্ডার মিচেল মার্শকে সরিয়ে একাদশে পিটার হ্যান্ডসকম্ব। অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে মার্কাস হ্যারিস। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে ৪৫৬ তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ উঠতে চলেছে ভিক্টোরিয়ার এই ওপেনারের মাথায়

অন্যদিকে এডিলেড টেস্টে চূড়ান্ত একাদশ ঘোষণা না করলেও ম্যাচের আগেরদিন ১২ জনের দল ঘোষণা করলেন কোহলিও। একাদশ ঘোষণা করা হবে ম্যাচের ঠিক আগেই।

একনজরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রেভিস হেড, টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লিয়ঁ, জোশ হ্যাজেলউড (সহ-অধিনায়ক)।

একনজরে ১২ জনের ভারতীয় দল:

মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, হনুমান বিহারী, ঋষভ পান্থ, রবিচন্দ্রন অশ্বিন, মোহম্মদ শামি, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ।

Bootstrap Image Preview