Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় ফরম্যাট থেকে অবসর নিলেন হাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান আবুধাবি টেস্ট শেষে এই  বড় ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানালেন পাকিস্তানি অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজ।মঙ্গলবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে গতকাল নিজের অবসরের ঘোষনা দেন তিনি।

তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিতে চাই। এবার পাকিস্তানের হয়ে সাদা বলের ফরম্যাটে বেশি মনযোগি হবো আমি। আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দিকেই আমি বেশি নজর দিতে চাই। দেশের হয়ে আমি ৫৫টি টেস্টে নিজেকে উপস্থাপন করতে পেরেছি, এ জন্য নিজেকে সম্মানিত বোধ করছি। পাশাপাশি দলের নেতৃত্বও দিয়েছি। আমি খুবই সন্তুষ্ট যে, দীর্ঘ ১৫ বছর নিজের সেরাটা দিয়ে দেশের জন্য খেলার চেষ্টা করেছি।’

হাফিজের অবসরের ঘোষনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘টেস্ট ক্রিকেটে হাফিজের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট ফরম্যাটে বেশ কিছু স্মরনীয় ও ম্যাচ জয়ী পারফরমেন্স করেছে হাফিজ।’

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফেরেন হাফিজ। প্রথম টেস্টে প্রত্যাবর্তনটা ১২৬ রানের ইনিংস খেলে  রাঙান এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর পরের সাত ইনিংসের কোনোটিই অবশ্য তিনি ২০ পার করতে পারেননি তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চার ইনিংসে হাফিজ করেছেন মাত্র ৩৯ রান। বল হাতেও কোনো উইকেট পাননি। মঙ্গলবার তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পরই তিনি অবসরের ঘোষণা দিয়ে দিলেন।

টেস্ট ক্যারিয়ারের ৩ হাজার ৬৪৪ রানকে আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ দ্বিতীয় ইনিংসে পাচ্ছেন হাফিজ। ২০০৩ সালে অভিষেকের পর চলমান টেস্টসহ ৫৫ ম্যাচে ৩৮.৩৫ গড়ে এই রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে ১০টি। সর্বোচ্চ ইনিংস ২৪৪, ২০১৫ সালে খুলনায় বাংলাদেশের বিপক্ষে।

Bootstrap Image Preview