Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের জন্য ২৪ ঘণ্টা সময় দিল আদালত

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:২১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


সোমবার রংপুর-৫ আসনের প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। ওই প্রার্থীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন। ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই শেষ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জেলা রিটার্নিং কর্মকতা। শুনানি নিয়ে আজ এ আদেশ দেন আপিল বিভাগ। গোলাম রব্বানীর পক্ষে আইনজীবী ছিলেন এজেএম মোহাম্মদ আলী।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সহিংস আন্দোলনের নানা মামলায় সাড়ে চার বছর জেলে থাকার পর তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়। 

গোলাম রব্বানী বলেন, ‘গত ২৮ তারিখ ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন মনোনয়নপত্র দাখিল করতে গেলে আমার প্রস্তাবক ও আইনজীবীকে পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সৃষ্টি করে তারা কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে সময় উত্তীর্ণ অজুহাত দেখিয়ে আমার মনোনয়ন গ্রহণ করা হয়নি। এ অবস্থায় শনিবার আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকেও আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত পাইনি। এ কারণে রোববার হাইকোর্টে রিট করি।  পরে শুনানি নিয়ে যত দ্রুত সম্ভব আমার মনোনয়ন গ্রহণ করতে হাইকোর্ট নির্দেশ দেয়। ’

জামায়াত নেতা গোলাম রব্বানী বিগত মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

Bootstrap Image Preview