Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লি ডেয়ার ডেভিলস নামে পরিবর্তন আনল ফ্রাঞ্চইজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৭ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


দ্বাদশ আইপিএল নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটার নির্বাচনের প্রথম প্রক্রিয়ার কাজ শেষ করেছে। প্রতিটি দলই নিদিষ্ট করে কিছু ক্রিকেটারকে ধরে রেখেছে।এরপর বাকি ক্রিকেটার জন্য আগামী ১৮ ডিসেম্বর ভরতের জয়পুরে শুরু হওয়া নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যেই পূর্বের আসর গুলোতে অংশ নেওয়া দিল্লি ডেয়ার ডেভিলস দলটির নতুন ফ্রাঞ্চােইজি পরিবর্তন আনল দলের নামে। দিল্লি ডেয়ারডেভিলস থেকে মঙ্গলবার আত্মপ্রকাশ হল দিল্লি ক্যাপিটালস৷

দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি গত ১১ বছরে একবারও ফাইনালে ওঠেনি৷ আইপিএলের প্রথম দু’বছরেই সেমিফাইনালে পৌঁছলেও তার পর থেকে গ্রাফ ক্রমশ কমতে থাকে৷ ২০১২ মৌসুমে পঞ্চম সংস্করণে তিন নম্বরে শেষ করেছিল দিল্লি৷ কিন্তু তার পর থেকে শেষ ছ’ বছরের গ্রুপ লিগের গণ্ডি টপকাতে পারেনি দেশের রাজধানীর দলটি৷ বারবার কোচ ও ক্যাপ্টেন বদল করেও কোনও লাভ হয়নি৷ আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন শ্রেয়সের হাতে থাকবে৷ আর কোচের দায়িত্ব সামলাবেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং৷ আর পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করবেন ভারতের ২০০২ ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের নায়ক কাইফ৷

আইপিএলের দ্বাদশ আসরে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। এছাড়া তারা হায়দরাবাদ দল থেকে উড়িয়ে এসেছেন শিখর ধাওয়ানকে। এছাড়া ছেটে ফেরা হয়েছে গত আসরে দলটির হয়ে খেলা গৌতম গম্ভীর, গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয়, লিয়াম প্লানকেট এবং ভারতীয় পেসার মোহম্মদ শামিকে। 

এদিকে প্রতিবার এপ্রিলের প্রথম অথবা শেষ সপ্তাহে আইপিএল শুরু হলেও এবার সেটিতে পরিবর্তস আসতে পারে।কারণ ২৩ এপ্রিল আইপিএল শুরু হয়ে দেড মাস সময় লাগে আসর শেষ হতে। এতে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ হবে ৩০ মে শুরু হওয়ায় ভারতীয় ক্রিকেটার যঠেষ্ট বিশ্রামে পারে না। তাই আইপিএল সূচি আসতে যাচ্ছে পরিবর্তন। 

এদিকে ১৮ ডিসেম্বর থেকে এক দিনের নিলাম প্রক্রিয়ায় দেশি (৫০) ও বিদেশি (২০) ক্রিকেটার মিলিয়ে মোট ৭০ জনের জন্য বিড করবে আটটি ফ্র্যাঞ্চাইজি। আটটি দলের কাছে রয়েছে মোট ১৪৫.২৫ কোটি টাকা। এবার নিলামে নজর থাকবে যুবরাজ সিং, গৌতম গম্ভীর, ঋদ্ধিমান সাহা, জয়দেব উনাদকাটের মতো বড় বড় নামগুলির দিকে। এছাড়া বিদেশি তারকা কার্লোস ব্রেথওয়েট, জেপি ডুমিনি, প্যাট কামিনস, মুস্তাফিজুর রহমানদের কারা তুলে নেয়, সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Bootstrap Image Preview