Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মনোনয়ন বাণিজ্যে আ'লীগের অভিজ্ঞতা ভালো'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৫২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মনোনয়ন বাণিজ্যে আওয়ামী লীগের অভিজ্ঞতা ভালো, তাদের শরিক দলের নেতার চাকরিও গেছে এই বাণিজ্যের কারণে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ ডিসেম্বরের) রাতে গুলশানে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

খালেদাকে মুক্ত করতেই এই নির্বাচন উল্লেখ করে তিনি বলে, আমরা বারবার বলেছি আমরা এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের প্রতিক তাকে আমরা মুক্ত করে আনতে চাই। দেশের মানুষ তাকে মুক্ত করতে চায় সেই জন্য এ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে।

বিএনপির এই নেতা বলেন, আমরা নিশ্চিত জানি এই দেশের মানুষ  সারা জীবনে ধরে যে লড়াই করেছে, সগ্রাম করেছে। বার বার লড়াইয়ের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করেছে, এবারও লড়াইয়েরর মধ্য দিয়ে তার তাদের অধিকার আদায় করবে, এবং বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।

নির্বাচন কমিশন থেকে বার বার বিভিন্ন তথ্য চেয়ে বিভিন্ন চিঠি দেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সর্ম্পকে আজকাল আর কথাই বলতে ইচ্ছে হয় না। আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এমন একটা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে মানুষ  এখন নূন্যতম আস্থা হারিয়ে ফেলেছে, নির্বাচন কমিশন সরকারের যে ইচ্ছা যে নকশা সেটা বাস্তবায়নেই তারা কাজ করছে।

Bootstrap Image Preview