Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টঙ্গীতে হামলার প্রতিবাদে সালথায় তাবলীগ জামাতের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


সালথা প্রতিনিধি:

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের সাথী ও মাদরাসা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবিতে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে আলেম-ওলামা ও তাবলীগের সাথীরা।

সোমবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে লক্ষনদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি আবু জাফর এর নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় আলেম ওলামাগণ বক্তব্যে দেন।

বক্তারা বলেন, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতিকালে গত ১ ডিসেম্বর সায়াদ গ্রুপের অনুসারীরা হামলা চালিয়ে তাবলীগ জামাতের মুরুব্বি ও সাথীদের আহত এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। আমরা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Bootstrap Image Preview