Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


রাজধানীর বংশাল আগামাছি লেনে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার সহকর্মী মো. জলিল জানান, নাজিরা বাজার বড় মসজিদ সংলগ্ন একটি ১০তলা নির্মাণাধীন ভবনের ৪তলায় কাজ করছিলেন তারা। বিকেলে ইমরান কাজের ফাঁকে ভবনের নিচে নামেন। এর কিছুক্ষণ পর অন্য সহকর্মীরা দেখেন, নিচতলায় বৈদ্যুতিক মোটরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন ইমরান। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview