Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিলেন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১৪ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত নেন।

জানা যায়, পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় নতুন মহাসচিব নিয়োগের চিঠিতে স্বাক্ষর করেন এরশাদ।

মশিউর রহমান রাঙাকে দেয়া চিঠিতে বলা হয়েছে- ‘আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হল। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। জাতীয় পার্টির বহু বড় নেতা মনোনয়ন না পেলেও নিজের ও স্ত্রীর জন্য মহাজোট থেকে দুই আসন বাগিয়ে নেন রুহুল আমিন হাওলাদার।

জাপার এক সিনিয়র নেতা গণমাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে দরকষাকষির সময় জাতীয় পার্টিতে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠে খোদ দলীয় নেতাদের মধ্য থেকেই। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কয়েকজন প্রকাশ্যে এ সংক্রান্ত অভিযোগ আনেন এবং তাদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে বলেন, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন নিয়ে যা ঘটেছে তাতে জেনারেল এরশাদ ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে রুহুল আমিন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী নাসরিন জাহান রত্না গনমাধ্যমকে বলেছেন, তার স্বামীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মহাসচিব পরিবর্তন করেছেন পার্টির চেয়ারম্যান এবং সে এখতিয়ার উনার (এরশাদ) আছে।

প্রসঙ্গত, রুহুল আমিন হাওলাদার প্রথম মহাসচিব হয়েছিলেন ২০০২ সালে। এরপর ২০১৩ সালের এপ্রিলে তাকে অব্যাহতি দিয়েছিলেন হসেইন মুহম্মদ এরশাদ। পরবর্তীতে অব্যহতির দুই বছর পরে ২০১৬ সালের জানুয়ারিতে তাকে আবার মহাসচিব করা হয়।

Bootstrap Image Preview