Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবিতে 'সেতুবন্ধন' এর আহবায়ক কমিটি গঠন 

সাইফুল ইসলাম পলাশ, কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


'আলোকের ঝর্ণা ধারায় এসো' মূলমন্ত্রকে ধারণ করে সেতুবন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম পলাশকে আহবায়ক এবং ফারিদ মুস্তাকিমকে সদস্য সচিব করে এ কমিটি অনুমোদন করা হয়।

সোমবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ৪০৩নং কক্ষে সেতুবন্ধনের ৩য় সভায় সংগঠনের উপদেষ্টা ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ এ কমিটির অনুমোদন দেয়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক ফরহাদ (নৃ-বিজ্ঞান ১১তম ব্যাচ), অপর্না দেবী (পদার্থ ১০ম ব্যাচ) এবং মিজানুর রহমান (ইংরেজী ১১তম ব্যাচ)।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন, তানভীর আহমেদ খান (নৃ-বিজ্ঞান ১১তম ব্যাচ), জান্নাতুল ফেরদৌস (প্রত্নতত্ত্ব ১১তম ব্যাচ), আশিকুল ইসলাম (নৃ-বিজ্ঞান ১১তম ব্যাচ), শাহ আলম (বাংলা ১১তম ব্যাচ), হাবিবুর রহমান হাবিব (নৃ-বিজ্ঞান ১১তম ব্যাচ), মাহাফুজ মারুফ (লোকপ্রশাসন ১১তম ব্যাচ), লাকিয়া কবির (অর্থনীতি ১১তম ব্যাচ), সেলিনা পারভীন ঝর্ণা (নৃ-বিজ্ঞান ১১তম ব্যাচ), এস.এম.আশফাক উদ্দিন (নৃ-বিজ্ঞান ১২তম ব্যাচ), আসমা আক্তার মুক্তা (নৃ-বিজ্ঞান ১২তম ব্যাচ), সাদেক হোসেন সোহেল (ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১২তম ব্যাচ) এবং রানা মজুমদার (রসায়ন ১২তম ব্যাচ)।

আবু বক্কর সিদ্দিক ফরহাদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ বলেন, এখানে আমার প্রিয় হচ্ছে 'সেতুবন্ধন' শব্দটি। এর নামের মধ্যেই লুকিয়ে আছে সম্মিলিত কাজের প্রয়াস।এনামের মর্মার্থই  সংগঠনকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।
 

Bootstrap Image Preview