Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওপেক ছাড়ছে কাতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


জ্বালানী তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বা ওপেক-এর সদস্যপদ ত্যাগ করতে যাচ্ছে কাতার।

সোমবার দেশটির তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী সাদ সারিদা আল কাবি এই ঘোষণা দিয়েছেন। কাতার পেট্রোলিয়াম জানিয়েছে, ইতিমধ্যে ওপেককে তাদের ওই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির জ্বালানিমন্ত্রী আল কাবি বলেন, কাতারের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে এবং এই সম্পদের উন্নয়ন করতে ওপেক ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসশিল্পের উন্নয়নে কাতার বছরে ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ১১০ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন ওপেক সম্মেলনের আগেই ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংস্থাটি ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। প্রায় অর্ধশতাব্দী সদস্য থাকার পর ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিল কাতার।

এর আগে ২০১৭ সালের ৫ জুন সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক সংকটে জ্বালানি তেলের বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়।

Bootstrap Image Preview