Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে 'রিম' এর নতুন কমিটি গঠন

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল সংগঠন ‘রিম’ এর নতুন কমিটির গঠন করা হয়েছে।

এই নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান মাহমুদ রাপ্পিকে সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী উৎস চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

রবিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের এ কমিটির ঘোষণা দেন, রিমের সদ্য বিদায়ী সভাপতি শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসাইন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মীর হাবিব উল্লাহ, পদার্থবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস এবং মাহিয়াত কে চৌধুরী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস মাহমুদ ওয়াশিব, সহ-সাধারণ সম্পাদক একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নিশাদ পাউল, রাশেদুজ্জামান নাইম, ওমর রায়হান পিয়াস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রাহমান মেধা, সাংগঠনিক সম্পাদক পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাজলে আলভী, সহ-সাংগঠনিক ওশেনোগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিক হোসাইন মারুফ।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক সরকার সীমান্ত, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাঙ্কজ নান্দী, ব্যান্ড ম্যানেজার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভির কাবির, সহ-ব্যান্ড ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওফিক হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুহাশ হাশান, ব্যান্ড লিডার ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রত্যয় চাকী, সহ ব্যান্ড লিডার ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের আনিরুদ্ধ ঘোষ ।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ক্যাম্পাসে কার্যকর সঙ্গীত চর্চার উদ্দেশ্যে সংগঠনের যাত্রা শুরু হয় রিম মিউজিক্যাল ক্লাবের। শাবির দুই মেধাবী ছাত্র রোকন ও ইফতেখারের স্মরণে রিম নামকরণ করা হয়।

 

Bootstrap Image Preview