Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সহকর্মীকে ধর্ষণের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সাংবাদিক একই টেলিভিশনের একটি বিভাগের প্রধান ছিলেন।

গতকাল রবিবার ওই অভিযুক্তকে ভারতের নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার পাঞ্জাবের বাঘ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তারই এক সহকর্মী অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত শেষে তাকে রাজধানী নয়াদিল্লি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, গত মাসে অভিযুক্ত ব্যক্তি ওই নারী সহকর্মীকে দিল্লির কীর্তি নগরের একটি হোটেলে নিয়ে যৌন নির্যাতন করেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে ওই নারী দুই থেকে তিনবার যৌন নির্যাতনের শিকার হন।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের সত্যতা প্রমাণিত হয়েছে। এর পরই অভিযুক্তের বক্তব্য ও মেসেজের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানী দিল্লিতে স্বামীর সঙ্গেই থাকেন ওই নারী। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি প্রথমে তার সঙ্গে উগ্রভাবে কথা বলে হেনস্থা করতেন। পরে তার শরীরের ব্যক্তিগত অংশ স্পর্শ করতে শুরু করেন এবং অফিসের সকলের সামনে অশ্লীল মন্তব্য করতেন।

যখন নির্যাতনের শিকার ওই নারী অভিযুক্তকে উপেক্ষা করতে শুরু করেছিলেন, তখন ওই ব্যক্তি তাকে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন এবং শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন।

Bootstrap Image Preview