Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতারের আমিরকে আমন্ত্রণ জানাবে সৌদি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হাসান বখস, কাতার প্রতিনিধি: চলতি মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) সম্মেলনে কাতারের আমির তামিম বিন হামাদকে আমন্ত্রণ জানাবে সৌদি আরব। জিসিসি মহাসচিব আবদেল লতিফ জায়ায়ানি কাতার সফর করে তার হাতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণ তুলে দেবেন।

এক বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের নেতৃত্বে প্রতিবেশি চার দেশের অবরোধের আওতায় রয়েছে কাতার। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে এই অবরোধ আরোপ করা হলেও তা অস্বীকার করে আসছে কাতার। পরে অবরোধ তুলে নিতে ১৩টি শর্ত দেওয়া হলেও তা প্রত্যাখান করে দোহা। অবরোধের  কারণে প্রাথমিকভাবে অর্থনৈতিক সংকটে পড়লেও পরে তুরস্কসহ মিত্রদের সহযোগিদের সমর্থনে তা অনেকটিই কাটিয়ে উঠেছে কাতার।

নিজেদের নৌঘাঁটি থাকা কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও তাতে সায় দেয়নি অবরোধ আরোপকারী দেশগুলো। সম্প্রতি কায়রো সফরে গিয়েও সৌদি যুবরাজ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির যৌথ বিবৃতিতে কাতার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার কুয়েতের সংবাদমাধ্যমে কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, জিসিসি সম্মেলন আয়োজন নিয়ে ওমানে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্মেলনে কাতারের অংশগ্রহণ নিশ্চিতে জোর তৎপরতা চালাচ্ছে কুয়েত। রিপোর্টে বলা হয়েছে অবশেষে সেই প্রচেষ্টা সফল হয়েছে।

উপসাগরীয় কূটনেতিক সূত্রগুলো জানিয়েছে, সৌদি শহর দাম্মামে অনুষ্ঠিত হবে জিসিসি সম্মেলন। রাজধানী রিয়াদের পরিবর্তে পূর্ব উপকূলীয় শহর দাম্মামে এই সম্মেলন অনুষ্ঠানের কারণ হিসেবে বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান অভ্যন্তরীণ সফরে গত নভেম্বর থেকেই সেখানে অবস্থান করছেন।

Bootstrap Image Preview