Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাসচিব: হাওলাদার আউট, রাঙ্গা ইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়ে নতুন মহাসচিব করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে। জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় তার রদবদলে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তবে কেন, কী কারণে রুহুল আমিন হাওলাদারকে সরানো হয়েছে, তা তিনি জানাতে পারেননি।

প্রসঙ্গত, রাঙা ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন হতে সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হন। বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

Bootstrap Image Preview