Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়নপত্র বাতিলের সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই : কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের পুরো বিষয়টি আইনি ও নির্বাচন কমিশনের বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন প্রশাসন, পুলিশ, নির্বাচন সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে। সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি চেষ্টা করবো যাতে কোনোভাবেই আপনার এলাকার লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন না হয়। আমি এ ব্যাপারে কথাও বলেছি। কারণ আমরা সরকার, আমাদেরও নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আমি সেখানে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ’

সরকার কোনো অবস্থাতেই একতরফা নির্বাচন চায় না বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই একতরফা অবস্থার সৃষ্টি করে নির্বাচনে লড়াই করতে চাই না।  এটা ওয়ান সাইডেড গেম, ওয়ান সাইডেড ম্যাচ হোক আমরা চাই না। ’

তিনি বলেন, নির্বাচনে কাকে ভোট দেবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা ফাঁকা মাঠে গোল দেব, প্রধানমন্ত্রী এটি কোনোভাবেই চান না।

সরকার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি ক্রেডিবল ইলেকশন করতে চাই। গতবার বিএনপি ভোটে না এসে যে অবস্থা তৈরি হয়েছিল, আশা করি সেটি এবার হবে না। কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হোক-এটি আমরা চাই না।

আওয়ামী লীগ এক কথায় বিশ্বাসী-এমনটি জানিয়ে তিনি বলেন, আমাদের তো জনগণের মধ্যেই থাকতে হবে। দলের গুরুত্বপূর্ণ পদে থেকে আমার একটি দায়িত্ব আছে। এখন এক কথা বলব, আজ থেকে ২৬-২৭ দিন পর যদি এর ব্যত্যয় ঘটে, তখন কি হবে। আমরা এক কথায় বিশ্বাসী।

Bootstrap Image Preview