Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালেবানের শীর্ষ কমান্ডারসহ নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লাহ আবদুল মান্নান আকন্দ নিহত হয়েছেন।

আফগান ও মার্কিন বিশেষ বাহিনীর যৌথ হামলায় আবদুল মান্নানসহ ২৯ জন নিহত হয়েছেন। আফগান কর্তৃপক্ষ ও তালেবানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান জানান, তালেবান জঙ্গী গোষ্ঠীর পক্ষে হেলমান্দের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান। শনিবার নাওয়াজাদ জেলায় স্থানীয় কমান্ডার ও যোদ্ধাদের সঙ্গে বৈঠক করছিলেন আবদুল মান্নান। সে সময় বিমান হামলায় তিনিসহ ২৯ জন নিহত হন।

এদিকে, আবদুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

প্রসঙ্গত, হেলমান্দের প্রায় সব অঞ্চলেই আবদুল মান্নানের নেতৃত্বে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এ কারণে তার নিহত হওয়ার বিষয়টিকে বিশাল সাফল্য বলে মনে করছে আফগান কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview