Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অত্যাধুনিক 'ডেস্ট্রয়ার' উদ্বোধন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সামরিক প্রযুক্তিতে একের পর এক এগিয়ে যাচ্ছে ইরান। এবার তারাই ধারাবাহিকতায় অত্যাধুনিক ডেস্ট্রয়ার উদ্বোধন করেছে দেশটি।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ারটির নাম দেয়া হয়েছে 'সাহান্দ'। ইতিমধ্যেই সেটি পারস্য উপসাগরে মোতায়েনকৃত নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে।

ডেস্ট্রয়ার উদ্বোধন উপলক্ষে ইরানের বন্দর আব্বাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটির সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিসহ বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাহান্দ ডেস্ট্রয়ারে দীর্ঘ পাল্লার অভিযানের জন্য চারটি ইঞ্জিন স্থাপন করা হয়েছে। এটি একটানা ১৫০ দিন চলমান থাকার সামর্থ্য রাখে। ডেস্ট্রয়ারটিতে হেলিকপ্টার ডেক ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষমতাও রয়েছে।

Bootstrap Image Preview