Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটে গ্রেফতার

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) দিয়ে বাড়ি ফেরার পথে ৩ ছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটে সম্রাট হোসেনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্রাট হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়ী দাখিল মাদ্রাসার তিন জেডিসি পরীক্ষার্থী রবিবার ধুনট মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ বাড়ি ফিরছিল। দুপুর ২টার দিকে পথিমধ্যে নলডাঙ্গা তিনমাথা বাজার এলাকায় ছাত্রীদের পথরোধ করে নলডাঙ্গা গ্রামের বখাটে জয় মিয়া (১৮), হাফিজুর রহমান (১৯) ও মানিক উদ্দিন (২০) ও সম্রাট হোসেন (১৯)। 

এরপর ছাত্রীদের উত্ত্যক্তর এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় বখাটেরা। কিন্ত বখাটেদের প্রেমে সাড়া দেয়নি তিন ছাত্রী। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে তিন ছাত্রীর গায়ের ওড়না ছিনিয়ে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। এ সময় ছাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে বখাটেরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বিলচাপড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলা তদন্ত করে ঘটনার সাথে সম্রাটের জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এ কারণে শনিবার সম্রাটকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 

Bootstrap Image Preview