Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশ দেখে পালালেন বিএনপির ভাইস চেয়ারম্যানসহ ১৬২ নেতাকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাশকতার মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমানসহ ১৬৯ নেতাকর্মী। কিন্তু আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখে হাজিরা দিতে এজলাস কক্ষে আসেননি তারা। আজ রবিবার সকালে বিচারককে এসব তথ্য জানান তাদের আইনজীবী।

এদিকে রবিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ দলটির ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারির এই আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ তথ্য জানান আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ( জিআরও) মোজ্জামেল হোসন।

এদিন মামলাটি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আমানসহ নেতাকর্মীরা আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেন।পরে বিচারক সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে ১৬৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এর মধ্যে ৭ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে, অব্যাহতির বিষয়ে আদালত কোনও আদেশ না দিয়ে আগামী ধার্য তারিখে বাদীর হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেন।

Bootstrap Image Preview