Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়া-৫ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:১৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট উপজেলা) ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী তহমিনা জামান হিমিকা।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বিকল্পধারা মনোনিত প্রার্থী মাহবুব আলী ঋণ খেলাপি। এজন্য তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জামায়াত নেতা দবিবর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে মনোনয়নপত্র দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরপত্র জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী তহমিনা জামান হিমিকার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


 

Bootstrap Image Preview